করোনাভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩৫ জনকে ২০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
সোমবার (৫ জুলাই) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনটি মামলায় ৪০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৫টি মামলায় ১৫ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১১টি মামলায় দুই হাজার ২০০ টাকা এবং একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ছয়টি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং বাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
এমএমএ/বিএ/এমএস
Advertisement