তিনি টেস্ট দলে নেই। টি-টোয়েন্টি স্কোয়াডেও তাকে রাখা হয়নি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ জনের ওয়ানডে দলে ঠিকই আছেন রুবেল হোসেন। কোমড়ে ব্যথার কারণে ঢাকা প্রিমিয়ার লিগে শুরু থেকে খেলতে পারেননি। প্রথম লেগ ও সুপার লিগ মিলে প্রাইম ব্যাংকের হয়ে ১১ টি-টোয়েন্টি ম্যাচে ১৭ উইকেট দখল করেন রুবেল। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আজ (সোমবার) প্রথম অনুশীলন ছিল সীমিত ওভারের দলে থাকা ক্রিকেটারদের। রুবেলও ছিলেন অনুশীলনে। এ অভিজ্ঞ পেসার মুখিয়ে আছেন মাঠে নেমে নিজেকে মেলে ধরতে।
Advertisement
ফিটনেস ফিরে পেয়েছেন জানিয়ে রুবেল বলেন, ‘আমি সুস্থ ও ফিট আছি। ডিপিএলে আমার একটু সমস্যা ছিল। এখন শতভাগ ফিট আছি। যদি সুযোগ পাই সেরাটা দিয়ে চেষ্টা করব।’
আগে জিম্বাবুয়ে সফর করার কারণে সে দেশের আবহাওয়ার সাথে পরিচয় আছে রুবেলের। তাই বলছেন, ‘জিম্বাবুয়ের এরকম ঠান্ডা কন্ডিশনে আমরা অনেক ট্যুর করেছি। জিম্বাবুয়ের আবহাওয়া পেস বোলারদের জন্য একটু চ্যালেঞ্জিং। তবে পেসারদেরই সেখানে বড় ভূমিকা রাখতে হবে। আমরা পেসাররা যদি টিমের প্ল্যান অনুযায়ী দায়িত্ব নিয়ে বোলিং করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় অনেক সফল হব।’
তিন ফরমেটের মধ্যে জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডেতেই বেশি সম্ভাবনা দেখছেন এ পেসার। টি-টোয়েন্টিতেও ভালো করার আশা। তবে টেস্টে কি হবে, জোর দিয়ে যেন বলতে পারলেন না।
Advertisement
রুবেলের ভাষায়, ‘বিগত কয়েক বছর ধরে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছি, তাই আমার মনে হয় ওয়ানডেতে আমাদের খুবই ভালো সম্ভাবনা আছে। টি-টোয়েন্টিতেও আমাদের যে টিম, আমার কাছে মনে হয় ওয়ানডে ও টি–টোয়েন্টিতে যথেষ্ট সম্ভাবনা আছে। আর টেস্টের কথা যদি বলেন, তাদের হোম কন্ডিশনে খেলা, আমরা যদি আমাদের দায়িত্ব অনুযায়ী ভালো খেলতে পারি, তাহলে টেস্টেও পজিটিভ কিছু আশা করতে পারি।’
এআরবি/এমএমআর/এমকেএইচ