জাতীয়

প্রতিদিন ১৪০০ প্রবাসী ফাইজারের টিকা দিতে পারবেন

রাজধানীতে প্রতিদিন সাতটি নির্ধারিত হাসপাতালে ২০০ প্রবাসী কর্মীকে টিকা দেয়া হবে। সে ক্ষেত্রে প্রতিদিন এক হাজার ৪০০ জন প্রবাসী ফাইজারের করোনা টিকা দিতে পারবেন।

Advertisement

এ জন্য বিশেষ রেজিস্ট্রেশন অ্যাপ উদ্বোধন করা হয়েছে। রেজিস্ট্রেশনের পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ক্ষুদে বার্তায় প্রবাসী কর্মীরা কে কোন হাসপাতালে টিকাদান কেন্দ্রে যাবেন তা জানিয়ে দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সোমবার (৫ জুলাই) বিশেষ রেজিস্ট্রেশন অ্যাপের উদ্ভোধনকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকা প্রদানের আগে গলাতে হয়, তারপর সলিউশন মিশিয়ে প্রয়োগ করতে হয় বলে সময় বেশি লাগে। তাই প্রতিদিন ২০০ জনের বেশি প্রবাসীকে টিকা দেয়া সম্ভব নয়।

Advertisement

এমইউ/জেডএইচ/এমএস