খেলাধুলা

মোমিনের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ হকি ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ-উর-রহমান মোমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

Advertisement

এক শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীন বাংলাদেশের হকির উন্নয়নে মাহমুদ-উর-রহমান মোমিনের অবদান অনস্বীকার্য। তিনি ১৯৭২-৮১ পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। তার মূল পরিচয় ক্রীড়া সংগঠক হলেও তিনি ভালো হকি খেলোয়াড় ছিলেন। দেশের প্রাচীন ক্লাব ওয়ারীর সাথেও তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।’

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, সোমবার দুপুরের পর রাজধানীর বড় মগবাজারে তার নিজ বাসভবনে মারা যান কৃতি এই ক্রীড়া ব্যক্তিত্ব।

আরআই/এমএমআর/জিকেএস

Advertisement