দেশজুড়ে

সিলেট বিভাগে করোনায় আরও ৮ জনের মৃত্যু

সিলেট বিভাগে প্রতিদিনই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। এ ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। সিলেটে একদিনে এটা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগেও গত ২৫ এপ্রিল সিলেট বিভাগে করোনায় সংক্রমিত হয়ে একই সংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল।

Advertisement

সোমবার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

একই সময়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৫৩ জন সংক্রমিত হয়েছে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৬ শতাংশ। এর মধ্যে বিভাগের চার জেলার মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার এ জেলায় ৪৫ শতাংশ।

মৌলভীবাজারে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের শরীরে করোনা ধরা পড়ে। এ জেলায় শনাক্তের হার ৩৬ দশমিক ৯৭। তৃতীয় অবস্থানে আছে সিলেট জেলা। এ জেলায় ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১১৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩১ দশমিক ২৮ শতাংশ।

Advertisement

অন্যদিকে সুনামগঞ্জের ৮৬ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনার শনাক্ত হয়। এ জেলায় শনাক্তের হার ২৪ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সিলেট জেলার চারজন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের দুইজন ও মৌলভীবাজারের এক জন রয়েছেন।

ছামির মাহমুদ, সিলেট/আরএইচ/এমকেএইচ

Advertisement