দেশজুড়ে

লালমনিরহাটে করোনায় স্কুলশিক্ষকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী (৫০) মারা গেছেন।

Advertisement

সোমবার (৫ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার (১ জুলাই) জ্বর, সর্দি-কাশি নিয়ে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন হযরত আলী। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। রোববার (৪ জুলাই) তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩১ জন মারা গেছেন। এদের মধ্যে ছয়জন শিক্ষক রয়েছেন।

Advertisement

সিভিল সার্জন বলেন, হাসপাতালে করোনা ইউনিটে শয্যা বাড়িয়ে ২০ থেকে ৫০টি করা হয়েছে। তবে আইসিইউ সুবিধা না থাকায় রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। মো. রবিউল হাসান/আরএইচ/এমএস