বগুড়া সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন বলেছেন, ‘করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ শাস্তির পরিবর্তে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে সেনাবাহিনীর পেট্রোল টিম। ব্যক্তি সচেতনতা বাড়ালেই এ পরিস্থিতির উন্নতি হবে।’
Advertisement
সোমবার (৫ জুলাই) দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ব্রিগেড কমান্ডার বাহাউদ্দিন বলেন, ‘শহরের পাশাপাশি গ্রামেও কাজ করছে সেনাবাহিনী। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা ব্যক্তি বিশেষের কাছে সেটা পৌঁছে দেব। করোনা মোকাবিলায় আমাদের মেডিকেল টিমও গঠন করা হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- লে. কর্নেল সায়েম চৌধুরী, মেজর মঈনুল আলম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও পুলিশ সুপার হাসিবুল।
Advertisement
এর আগে, সেনা সদস্যরা বাজার স্টেশন এলাকায় বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে পরামর্শ দেয়।
ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এএসএম