আগস্টে অনুষ্ঠিতব্য এএফসি কাপের নিজেদের গ্রুপের খেলাগুলো আয়োজন করার আগ্রহ মৌখিকভাবে প্রকাশ করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
Advertisement
আজ (সোমবার) ক্লাবটি আনুষ্ঠানিক আবেদন করেছে। বাফুফে সেই আবেদন আজকের মধ্যেই এএফসিকে পাঠাবে। আয়োজক হওয়ার আবেদন করার শেষ দিন আজই।
‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংসের সঙ্গে আছে ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এবং চতুর্থ দলটি আসবে প্লে-অফ পর্ব পার হয়ে।
আগামী ১৫ আগস্ট প্লে-অফে খেলবে ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলস। জয়ী দল যোগ দেবে বসুন্ধরা কিংসের গ্রুপে।
Advertisement
গ্রুপপর্বের খেলা হবে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। প্রথম দিনই বসুন্ধরা কিংস খেলবে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে।
বসুন্ধরা কিংস আয়োজক হলে ভেন্যু হবে সিলেট। কারণ আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ জাতীয় ক্রীড়া পরিষদকে ছেড়ে দিতে হবে সংস্কারের জন্য।
এসএএস/এএসএম
Advertisement