চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৭০টি নমুনা পরীক্ষায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
সোমবার (৫ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর গ্রামের ফজলুল মন্ডলের মেয়ে আল্লাদি খাতুন (৬০), দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নাসির উদ্দীনের স্ত্রী নাজমা খাতুন (৪০), চুয়াডাঙ্গা পৌর শহরের মল্লিকপাড়ার সহিদুল ইসলামের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৩৫)।
উপসর্গে মৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৬৫), দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে গোলাম হোসেন (৭০), সদর উপজেলার হাসনহাটি গ্রামের তৈয়ব আলীর ছেলে পল্টু বিশ্বাস (৪২), সদর উপজেলার নেহালপুর গ্রামের গোপাল নাথ হালদারের ছেলে মৃত্যুঞ্জয় হালদার (৭৬), ঝিনাইদহ জেলার কাটিকুমড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে বিপুল (২৫), পৌর শহরের শান্তিপাড়ার নূরুল ইশলামের স্ত্রী রহিমা বেগম (৫৫)। এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার জলিবিলা গ্রামের মৃত আনছার আলীর ছেলে শরিফুল (৫৫) ঢাকা বক্ষ্মব্যধি হাসপাতালে মারা যান এবং চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার এক নারীকে ঢাকাতে নেবার পথে তিনি মারা যান। তার নাম পাওয়া যায়নি।
Advertisement
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় বৃহস্পতিবার নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৬৮ জন, আলমডাঙ্গার ২২ জন, দামুড়হুদার ১৮ জন ও জীবননগরের ৪৪ জন রয়েছেন।
সালাউদ্দীন কাজল/এসজে/জেআইএম