আন্তর্জাতিক

অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে ১০ হাজার রিয়াল জরিমানা

অনুমতি ছাড়া মসজিদুল হারাম ও হজের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে তাকে সৌদি ১০ হাজার রিয়াল ( বাংলাদেশি টাকায় দুই লাখ ২৫ হাজারের একটু বেশি) জরিমানা করা হবে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

Advertisement

এই আদেশ আজ সোমবার থেকে শুরু হয়ে হজ শেষ না হওয়া পর্যন্ত চলবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের পবিত্র স্থানগুলোর মধ্যে বিশেষ করে মিনা, মুজদালিফাহ ও আরাফাতের ময়দানে অনুমতি ছাড়া কেউ প্রবেশের চেষ্টা করলে এই জরিমানা করা হবে। আর কেউ যদি দ্বিতীয়বার জরিমানার শিকার হন, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে বলে জানানো হয়।

সকল নাগরিক ও বাসিন্দাকে চলতি বছরের হজের বিষয়ে জারি করা নির্দেশাবলী পালন করার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা কর্মীরা বিধিনিষেধ লঙ্ঘন রোধ করতে গ্র্যান্ড মসজিদ ও হজের পবিত্র স্থানগুলোতে যাওয়ার সড়কগুলোতে দায়িত্ব পালন করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

এআরএ/জেআইএম