দেশজুড়ে

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ১০৭ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছে ১০৭ জন। এর মধ্যে সদর উপজেলারই রয়েছেন ৯২ জন। এছাড়া হোসেনপুরের দুজন, করিমগঞ্জের ছয়জন, কটিয়াদির তিনজন, ভৈরবের তিনজন ও নিকলীর একজন রয়েছেন। একই সময়ে জেলায় উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

Advertisement

রোববার (৪ জুলাই) দিবাগত রাতে জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলার একমাত্র করোনা ডেডিকেটেড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে দেড়শ আসনের মধ্যে রোগী ভর্তি আছেন ১২৫ জন। ১০টি আইসিইউ বেডের কোনোটিই খালি নেই। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে গত কয়েকদিনে ওই হাসপাতালের দুই ডাক্তার ও ২৫ নার্স-কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। এতে হুমকির মুখে পড়েছে চিকিৎসা সেবা।

এ নিয়ে জেলায় ৬৩৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯১ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ২৪ জন। এদের মধ্যে ৭১২ জনই জেলা সদরের।

Advertisement

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন যাদের মধ্যে ৯জন আইসিইউতে রয়েছেন।

নূর মোহাম্মদ/এসজে/এএসএম