দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। নমুনা পরীক্ষার হিসাবে দেশের সকল বিভাগে শনাক্ত রোগীর হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ২৯ শতাংশ ছুঁই ছুঁই। একই সময়ে দেশের আট বিভাগের মধ্যে নমুনা পরীক্ষায় সর্বোচ্চ বরিশালে প্রায় ৪৮ শতাংশ রোগী শনাক্ত হয়েছে।
Advertisement
রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৬০৩টি ল্যাবরেটরিতে ২৯ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি।
নমুনা পরীক্ষায় আট হাজার ৬৬১ জন নতুন রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে নয় লাখ ৪৪ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ অর্থাৎ প্রায় ২৯ শতাংশ।
Advertisement
বিভাগওয়ারি শনাক্তের হার ঢাকায় ২৬ দশমিক শূন্য ২ শতাংশ, ময়মনসিংহে ৩২ দশমিক শূন্য ৩ শতাংশ, চট্টগ্রামে ২৯ দশমিক ৫৬ শতাংশ, রাজশাহীতে ২৬ দশমিক ১১ শতাংশ, রংপুরে ৪৩ শতাংশ, খুলনায় ৩৬ দশমিক ২০ শতাংশ, বরিশালে ৪৭ দশমিক ৭৯ শতাংশ এবং সিলেটে ৩৬ দশমিক ৮৯ শতাংশ।
এমইউ/এআরএ/জিকেএস