বগুড়া সরকারি মোহাম্মদ আলী করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতালে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সহায়তায় দু’টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ।
Advertisement
রোববার (৪ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরীর হাতে এ দু’টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা তুলে দেয়া হয়। এমপি সিরাজ ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন। নিজস্ব অর্থায়নে তিনি হাসপাতালে এ দু’টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিলেন।
গত শুক্রবার (২ জুলাই) হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার অভাবে মোহাম্মদ আলী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি থাকা ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শ্বাসকষ্টে মারা যান। এরপর সেখানে এসআল গ্রুপের পক্ষ থেকে ১০টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দেয়া হয়। এবার সেখানে আরও দু’টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিলেন এমপি সিরাজ। ফলে হাসপাতালটিতে এখন মোট হাই ফ্লো ন্যাজালা ক্যানোলার সংখ্যা দাঁড়াল ১৪টি।
জানতে চাইলে এমপি গোলাম মো. সিরাজ বলেন, করোনায় আক্রান্তদের উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহের জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করা হলো। করোনাকালীন সংকটকালে মানুষের জীবন বাঁচাতে রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী দলমত নির্বিশেষে সকলের একযোগে কাজ করে যেতে হবে। বিএনপি সাধ্যমতো সবসময় মানুষের বিপদে পাশে ছিল এবং এখনো আছে।
Advertisement
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, ড্যাব বগুড়া জেলা সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ডা. ইউনুস আলী, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, মোহাম্মাদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. এ টি এম নুরুজ্জামান প্রমুখ।
এর আগে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক এমপি গোলাম মো. সিরাজ বগুড়ার দু’টি সরকারি হাসপাতালে মাস্ক, পিপিই, স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেন।
এএএইচ/জিকেএস
Advertisement