খেলাধুলা

অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন স্মিথ!

আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি সংক্ষিপ্ত টুইট। ‘গ্রায়েম স্মিথ, যিনি ২০১৪ সালে অবসরে চলে গিয়েছিলেন, আবার অবসর ভেঙ্গে ফেরার চিন্তা করছেন তিনি।’ ছোট্ট এই টুইটেই চাঞ্চল্য পড়ে গিয়েছে। সত্যি সত্যিই ফিরছেন স্মিথ! ভারতের মাটিতে হাশিম আমলাদের লজ্জাজনক পরাজয় দেখে অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছাটা প্রবল হয়েছে স্মিথের। দুবাইয়ে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান সাবেক প্রোটিয়া অধিনায়ক৷ এক বছর আগে অবসর নেয়ার পর ধারাভাষ্য, পরিবারকে সময় দেয়া এবং মাঝে-মধ্যে বিভিন্ন সেলিব্রেটি ক্রিকেট খেলে ভালোই সময় কাটাচ্ছেন গ্রায়েম স্মিথ। কিন্তু প্রোটিয়াদের ভারত বিপর্যয়ের পর হঠাৎ তিনি ভাবতে শুরু করেছেন. বয়স তো হয়েছে মাত্র ৩৪। এখনও তো ইচ্ছে করলে দেশকে কিছু দেওয়ার সামথ্য রয়েছে।ভারতে সফরের শুরুতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতলেও চার ম্যাচের টেস্ট সিরিজে পর্যদুস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা৷ চার টেস্টের সিরিজে আমলাবাহিনীকে ৩-০ হারায় বিরাটবাহিনী৷ যা দেখে শঙ্কায় পড়ে যান সাবেক প্রোটিয়া অধিনায়ক স্মিথ৷ ২০১৬-র জানুয়ারিতে আরব আমিরাতে বসছে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগের (এমসিএল) আসর৷ ভার্গো সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন বাঁ-হাতি প্রোটিয়া ওপেনার৷ ‘দ্য ন্যাশানাল’ সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, ‘এমসিএল আমার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে৷ এটা আমার মাথায় ঘুরছে৷ বিশেষ করে ভারতের মাটিতে আমলাদের পর্যদুস্ত হওয়ার পর৷ যদিও এখন আমি এমসিএল নিয়ে ভাবতে চাই৷ তার পরই দেখা যাবে আমি এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারি কি না!’ গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানান দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল এই অধিনায়ক৷ ৩৪ বছর বয়সে আবারও ফেরার ইচ্ছেপ্রকাশ করে স্মিথ বলেন, ‘৩৩ বছরে আমি অবসর নিয়েছি৷ এখন আমার বয়স তো মাত্র ৩৪৷ এখনও তিন-চার বছরে ভালো ভাবে খেলতে পারব৷’ভারতের মাটিতে আমলাদের চরম ব্যর্থতার জন্য উইকেটের দোষ দিতে নারাজ স্মিথ। তিনি মনে করেন মানসিক চাপে পড়েই প্রোটিয়াদের এই দুরবস্থা, ‘আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা দল উইকেট নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছিল। উইকেট কঠিন ছিল, সন্দেহ নেই। কিন্তু এই উইকেটেই তো দুটো দলই খেলেছে।’আইএইচএস/আরআইপি

Advertisement