মানিকগঞ্জে স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্জিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
Advertisement
রোববার (৪ জুলাই) সকাল ১০টায় ঘিওরের বালিয়াখেড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা একই ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পুলিশ জানায়, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে পুরান গ্রাম এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের পেছনে থেকে মর্জিনা পড়ে যান। এরপর ওই ট্রাকটি তাকে পিষ্ট করে চলা যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক তার স্বামী আব্দুর রাজ্জাকও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’
Advertisement
বি.এম খোরশেদ/এসএমএম/এমকেএইচ