লক্ষ্মীপুরে আয়াতের নেছা (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে মৃত্যুর ছয়দিন পর শনিবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনীবাজার এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
Advertisement
এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মনিরা খাতুন উপস্থিত ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আয়াতের নেছা ওই এলাকার মৃত খোরশেদ আলমের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃদ্ধা আয়াতের নেছা দুবাই প্রবাসী ছেলে নিজাম উদ্দিনের স্ত্রীর সঙ্গে বসবাস করে আসছিলেন। গত ২৬ জুন রাতে তার মৃত্যু হয়। পরদিন সকালে তড়িঘড়ি করে পরিবারের সদস্যরা মরদেহ দাফন করেন। পরিকল্পিতভাবে মারধর করে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের সন্দেহ হয়। এতে ৩০ জুন নিহতের ভাইয়ের ছেলে মারুফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় হত্যা মামলা করেন।
পরে সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতের নির্দেশে শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ সময় উৎসুক লোকজনকে ভিড় করতে দেখা গেছে।
Advertisement
মামলার বাদী ও স্থানীয়দের অভিযোগ, পারিবারিক কলহের জেরে আয়াতের নেছাকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করা হয়েছে। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের কালো দাগ দেখা গেছে। নিহতের এক ছেলে ও তিন মেয়ে। ছেলে নিজাম উদ্দিন প্রবাসে থাকায় তার স্ত্রীর সঙ্গেই থাকতেন। বিভিন্ন সময় কারণে-অকারণে বউ-শাশুড়ির ঝগড়া হতো। এর জেরেই শাশুড়িকে হত্যা করা হতে পারে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক আবদুল্লাহ জানান, আদালতের নির্দেশে বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে তা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।
কাজল কায়েস/এসজে/এএসএম
Advertisement