জাতীয়

নিরবকে উদ্ধারে খোলা হচ্ছে ১৮ ম্যানহোল

রাজধানীর শ্যামপুরের বরইতলায় ম্যানহোলে পড়ে যাওয়া শিশু নিরবকে (৫) উদ্ধারে খোলা হচ্ছে ঘটনাস্থল থেকে স্লুইস গেইট পর্যন্ত থাকা মোট ১৮টি ম্যানহোল। এছাড়া ঘটনাস্থল থেকে কিছুটা উজানে স্লুইস গেইটের মাধ্যমে পানির স্রোত কমিয়ে দেয়া হয়েছে।এর আগে বেশ কয়েকবার ম্যানহোলে প্রবেশ করেও শিশু নিরবের কোনো খোঁজ না পাওয়া এ সিদ্ধান্ত নিয়েছে উদ্ধার অভিযানে নিয়োজিত ফায়ার সার্ভিসের ইউনিট।এর আগে ম্যানহোলে পড়ে যাওয়া শিশু নিরব (৫)কে উদ্ধারে ম্যানহোলে নেমেও ফিরে এসেছে তার মা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখন বিকল্প উপায়ে চলছে উদ্ধার তৎপরতা।প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যানহোলের পাইপ সরু হওয়ায় ও পানির বেশ স্রোত থাকায় সেখানে কেউ নামতে পারছেন না।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ওসি এনায়েত উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট ও ডুবুরি দল শিশু নিরবকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।মঙ্গলবার বিকেল ৪টার দিকে খেলতে গিয়ে ম্যানহোলে পড়ে যায় বলে জানা যায়। শিশু নিরবের বাবার নাম রেজাউল।আরএস

Advertisement