জাতীয়

পাশের ম্যানহোল দিয়ে উদ্ধারের চেষ্টা

শিশু নিরবকে (৫) পাশের ম্যানহোল দিয়ে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। রাজধানীর শ্যামপুরের বরইতলায় নিরব যে ম্যানহোল দিয়ে নিচে পড়েছে সেটি খুব সরু হওয়ায় এ বিকল্প পথ বেছে নিয়েছে ফায়ার সার্ভিস।এদিকে, কদমতলী থানার ওসি নুরুল ইসলাম জানান, এ ম্যানহোল দিয়ে সাধারণত কারখানার বর্জ্য নিষ্কাশন হয়। তাই ধারণা করা হচ্ছে হয়তো শিশু নিরব আর বেঁচে নেই।এক প্রত্যক্ষদর্শী জানান, নিরব ম্যানহোলে পড়ে যাওয়ার সময় হৃদয় নামের তরুণ দেখেছিল। তবে তাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।শিশু নিরবের বাবার নাম রেজাউল। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বনগ্রামে। রেজাউল দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল চাকরি করেন।এএইচ/আরএস

Advertisement