বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সুপ্রিকোর্ট আইনজীবী সমিতি শাখার উদ্দ্যেগে আয়োজিত ‘বিজয়ের ৪৫ বছর ও বর্তামান প্রেক্ষিত শীর্ষক’ আলোচনা সভা বর্জন করেছেন আইনজীবীদের একাংশ। মঙ্গলবার আলোচনা অনুষ্ঠান শুরুর আগেই বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদারের নেতৃত্বে আইনজীবীদের একাংশ আলোচনা সভা বর্জনের ঘোষণা দেন।এদিকে আলোচনা সভা শুরুর পর দেখা গেছে, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ রেজাউর রহমান, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু ও বারের সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী প্রমুখ আলোচনা সভায় উপস্থিত হয়েছেন। তবে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ অতিথির তালিকায় নাম উল্লেখ থাকলেও তারা উপস্থিত হয়নি।কী কারণে উপস্থিত হয়নি জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্চুক এক আইনজীবী বলেন, সিনিয়র আইনজীবী বাসেত মজুমদারের নাম সঠিক স্থানে না থাকায় তিনি ও তার অনুসারীরা সভা বর্জন করেছেন।সভা শুরুর আগে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, আমি ক্ষুব্ধ, আমি অপমানিত, আমাকে অপমান করা হয়েছে। এ অপমান শুধু আমার একার নয়। এটা গোটা আইনজীবী সমাজের। এ অপমান বার কাউন্সিলের সর্বোচ্চ পদের।সুপ্রিম কোর্টের আওয়ামী আইনজীবী পরিষদের একটি অনুষ্ঠানে নিজের নাম অতিথিদের তালিকায় নিচের দিকে থাকায় এভাবেই সাংবাদিকদের কাছে ক্ষোভের কথা জানান, বার কাউন্সিলের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।এছাড়া মঙ্গলবার দুপুরে অ্যাডভোকেট বাসেত মজুমদারের নেতৃত্বে সরকার সমর্থক আইনজীবীদের একাংশ বিক্ষোভ মিছিলও করেন।বাসেত মজুমদার আরো বলেন, আমি সারাদেশে আইনজীবীদের নেতা। আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। এর মাধ্যমে তারা সারাদেশের আইনজীবীদের অপমান করেছে। আমি আইনমন্ত্রী ও সাহারা খাতুনকে বিষয়টি জানিয়েছি। আমি আশা করছি তারা এ অনুষ্ঠানে আসবে না।প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ একটি আলোচনা সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি রাখা করা হয় আইনমন্ত্রী আনিসুল হককে। আলোচকদের তালিকায় ৫ নম্বরে রাখা হয় কাউন্সিলের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারকে। তার আগে ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, ব্যারিস্টার শফিক আহমেদ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যার্টনি জেনারেলকে রাখা হয়েছে। এতে অপমানিত বোধ করছেন আব্দুল বাসেত মজুমদার ও তার সমর্থকরা।উল্লেখ্য, সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদ নিয়ে ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের মধ্যে দীর্ঘদিন ধরে মতনৈক্য চলে আসছে।এফএইচ/আরএস/আরআইপি
Advertisement