রাজনীতি

রাঙ্গার করোনা পরীক্ষার ফলাফল দুই ধরনের

বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার করোনা পরীক্ষায় দুই ধরনের ফলাফল এসেছে বলে জানিয়েছেন দলের আরেক নেতা মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সংসদে আমার পাশে যিনি বসেন তিনি বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি এখন চিকিৎসাধীন আছেন। তার জ্বর, আবার প্রভা নামে একটি সংস্থায় করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। আবার সংসদে পরীক্ষা করলে সেখানে নেগেটিভ আসে।’

Advertisement

শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদে উত্থাপিত বাংলাদেশ চলচিত্র কল্যাণ ট্রাস্ট বিল-২০২১ জনমত যাচাই-বাছাইয়ে দেয়ার ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা তিনি। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মুলতবি বৈঠক শুরু হয়।

চুন্নু বলেন, ‘হুইপের পরশুদিন রাতে হঠাৎ করে জ্বর আসে। রাতে জ্বর আসার পরে সঙ্গে সঙ্গে তিনি কোভিট টেস্ট করার জন্য প্রভা নামে একটি সংস্থায় যান। সেখানে পজিটিভ আসে। পরে তিনি প্রধানমন্ত্রীর সচিবের সঙ্গে যোগাযোগ করেন। প্রধানমন্ত্রীর সহায়তায় এখন তিনি কুর্মিটোলা হাসপাতাল ভর্তি আছেন। কিন্তু সমস্যা হলো, ভর্তি হতে যাওয়ার সময় তিনি আবার সংসদে টেস্ট করেন। সেখানে আসে নেগেটিভ।’

তিনি আরও বলেন, ‘এখন তিনি পজিটিভ না নেগেটিভ? এখন আমি ভয় পাবো কী পাবো না সেটা বুঝতে পারছি না। একজন বিরোধীদলীয় চিফ হুইপ তার টেস্ট সরকার থেকে করা রিপোর্টে দিয়েছে নেগেটিভ। কিন্তু আইসিডিডিআরবি যে রিপোর্ট দিয়েছে তারা বলছে পজিটিভি। এটাতো একটা সমস্যা। স্বাস্থ্যমন্ত্রী সংসদে নাই। তিনি যেভাবে বলেন তা শুনে মনে হয় বাংলাদেশে কোনো কোভিট সমস্যা নাই। উনি আমেরিকার সঙ্গে তুলনা করেন। এই জিনিসগুলো আমাদের মনে হয় দেখার প্রয়োজন।’

Advertisement

এইচএস/ইএ/জিকেএস