জাতীয়

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়েনের (ইইউ) প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সাক্ষাতকালে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এবং ইউরোপীয় ইউনিয়নের অপারেশনস: হিউম্যান অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট সেকশনের লরেঞ্জ গ্যামবাকটর ই ইয়াস ইউরোপা একমত পোষণ করেন। অর্থাৎ ইউরোপীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা শীর্ষক এক সেমিনার ইউজিসি অডিটরিয়ামে ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে অনুষ্ঠিত হবে।ইউরোপীয় ইউনিয়ন ও ইউজিসি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য সেমিনারে বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। ইউরোপীয় ইউনিয়নের অ্যামবাসাডর এবং প্রতিনিধি দলের প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।এছাড়া আলোচনায় পার্টনারশীপ ডেভেলপমেন্ট, স্কলারশীপ, শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা সহযোগিতা এবং ক্রস বর্ডার হায়ার অ্যাডুকেশন প্রাধান্য পায়। সাক্ষাতকালে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, ইউজিসি সচিব ড. মো. খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।এনএম/আরএস/আরআইপি

Advertisement