জাতীয়

মাসের ব্যবধানে করোনা শনাক্ত ৩ গুণ, মৃত্যু বেড়েছে চারগুণ

সারা দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আবার দেশে মহামারি শুরুর পর থেকে গত এপ্রিল-মে পর্যন্ত করোনা রোগীর সিংহভাগই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে শনাক্ত হলেও বর্তমানে দেশের আট বিভাগেই অধিক সংখ্যায় রোগী শনাক্ত হচ্ছে।

Advertisement

এর ফলে মাত্র এক মাসের ব্যবধানে ৩ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এক মাস আগে (২ জুন) ২০ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষায় এক হাজার ৯৮৮ জন রোগী শনাক্ত হয়। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ। এক মাস পর আজ (২ জুলাই) ৩০ হাজার ১২টি নমুনা পরীক্ষায় ৮ হাজার ৪৮৩ জন রোগী শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া করোনার নিয়মিত পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য বেরিয়ে এসেছে।

Advertisement

অন্যদিকে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যাও একই সময়ে প্রায় চারগুণ বেড়েছে। ২ জুন মৃতের সংখ্যা ছিল ৩৪ জন। এক মাসের ব্যবধানে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর লাগাম টেনে ধরতে সারা দেশে গত ২৮ জুন থেকে লকডাউন শুরু হয়েছে। এ দফায় চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

এমইউ/এমএইচআর/এএসএম