দেশজুড়ে

করোনায় মারা গেলেন ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী আজাদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঠাকুরগাঁওয়ের তরুণ ব্যবসায়ী আবু কালাম আজাদ (৩৬)। শুক্রবার (২ জুলাই) সকাল ১০টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

আবুল কালাম আজাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রীর বড় ভাই ইউনুস আলী মানিক। তিনি বলেন, আবুল কালাম দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। প্রথমে জ্বরের চিকিৎসা করছিলেন। জ্বর ভালো না হওয়ায় তার করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর করোনা পজিটিভ আসে। এরপর তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অক্সিজেন ছাড়া তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন না। ঠাকুরগাঁও হাসপাতালে তার অবস্থা উন্নতি না হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, আবুল কালাম আজাদের বাড়ি ঠাকুরগাঁও শহরের শাহপাড়ায়। তিনি ঠাকুরগাঁওয়ের তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক। মৃত্যুকালে আবুল কালাম আজাদ স্ত্রীসহ তিন কন্যা রেখে যান।

Advertisement

জেএ/বিএ/এমএস