১. আশা করি, আমি মারা যাওয়ার পর মানুষ আমার কথা বলবে। বলবে, এই লোকের কাছে আমি নির্ঘাত টাকা পাই।- জ্যাক হ্যান্ডি, মার্কিন রম্য লেখক।
Advertisement
২. যা দেখে নেওয়া যায়, তা কখনোই মুখস্থ করবেন না।- আলবার্ট আইনস্টাইন, জার্মান বিজ্ঞানী।
৩. আমি দ্রুত উত্তর দিতে পারার জন্য ধন্য ছিলাম, দিয়েছিলামও। আমি বলেছিলাম, আমি জানি না।- মার্ক টোয়েন, মার্কিন সাহিত্যিক।
৪. আমার যা বয়স, তাতে আমার এখন দুজন নারী প্রয়োজন। পাছে যদি আমি ঘুমিয়ে পড়ি; তারা অন্তত কথা বলার মতো কাউকে পাবে।- রডনি ডেঞ্জারফিল্ড, মার্কিন কৌতুক অভিনেতা।
Advertisement
৫. আমি আমার ডায়েরি ছাড়া কখনোই বের হই না। ট্রেনে যেতে যেতে পড়ার জন্য উত্তেজনাকর কিছু একটা থাকা উচিত।- অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি।
৬. পেশা হিসেবে রাজনীতি আসলে মন্দ নয়। এখানে আপনি সফল হলে অনেক পুরস্কার পাবেন। ব্যর্থ হলে পাবেন নিজের নামে বই লেখার সুযোগ।- রোনাল্ড রিগ্যান, মার্কিন রাজনীতিবিদ।
৭. একমাত্র বইপত্রেই গরিব হয়ে বেঁচে থাকা আনন্দদায়ক।- সিডনি শেলডন, মার্কিন লেখক।
লেখা ও ছবি : সংগৃহীত
Advertisement
প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যেকোনো শুক্রবার প্রকাশিত হবে।
এসইউ/এমএস