দেশজুড়ে

লকডাউনের প্রথমদিনে রাজশাহীতে ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা

চলমান কঠোর লকডাউনের প্রথমদিনে রাজশাহী জেলা জুড়ে ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের (সাধারণ শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার।

তিনি বলেন, সকাল থেকে জেলা প্রশাসনের এ ভ্রাম্যমাণ আদালত মাঠে নামে। করোনায় সচেতনতা বৃদ্ধি ও জারিকৃত আইন অমান্য করায় রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা জুড়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪১টি মামলা বা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় জেলায় সচেতনতা তৈরিতে মাস্ক বিতরণ করা ৮৬০টি।

অভিজিত সরকার বলেন, রাজশাহী মহানগরীতে চারটি টিমের সমন্বয়ে ১৩ মামলায় জরিমানা আদায় হয়েছে ১৫ হাজার ৩০০ টাকা। এসময় ৩৮০ জনকে মাস্ক বিতরণ করা হয়েছে। অন্যদিকে বাগমারা উপজেলায় পাঁচ মামলায় পাঁচ হাজার ৯০০ টাকা, পুঠিয়াতে দুই মামলায় ছয় হাজার টাকা, গোদাগাড়ীতে ১২ মামলায় ১৩ হাজার ৩৫০ টাকা, দূর্গাপুরে তিন মামলায় ১২ হাজার টাকা, মোহনপুরে ছয় মামলায় ১৫ হাজার টাকা জরিমানা বা অর্থদণ্ড আদায় করে ভ্রাম্যমাণ আদালত। মহানগর ও অন্যান্য উপজেলা থেকে প্রথম দিনে ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা বা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Advertisement

ফয়সাল আহমেদ/আরএইচ/জিকেএস