ঢাকাকে ১২১ রানের মধ্যে বেধে রেখেও কোন লাভ হচ্ছে না চিটাগাং ভাইকিংসের। এত সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার বোলারদের সামনে দিশেহারা তামিম ইকবালের চিটাগাং। পেস এবং স্পিন মিশেলে ঢাকার আক্রমণের মুখে দ্রুত ৫ উইকেট হারিয়ে ফেলেছে তারা।১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তিলকারত্নে দিলশানের উইকেট হারায় চিটাগাং। ২০ রানের মাথায় হারায় তামিমকে। ইনজুরির কারণে কথা ছিল শেষ দুই ম্যাচ খেলবেন না তামিম। কিন্তু দলের প্রয়োজনে তাকে নামতেই হলো মাঠে। অথচ, তার ব্যাটই কথা বললো না। আউট হয়ে গেলেন মাত্র ৮ রানে।বিপর্যয় কাটিয়ে দলকে জয়ের পথে নিয়ে আসার দায়িত্ব ছিল ইয়াসির আলি আর এনামুল হক বিজয়ের। কিন্তু মাত্র ২ রান করে আউট হয়ে গেলেন ইয়াসিরও। এনামুল হক বিজয় আউট হন ৯ রান করে। এখনও পর্যন্ত সর্বোচ্চ ১৪ রান করেছেন পাকিস্তানের উমর আকমল।কিন্তু নিজের বোকামির কারণেই ইনিংসটাকে বড় করতে পারলেন না তিনি। মোশাররফ রুবেলের বল মোকাবেলা করতে সামনে এগিয়ে আসেন তিনি। কিন্তু বলের নাগালই পেলেন না। চতুর সাঙ্গাকারা কালবিলম্ব না করে ভেঙে দিলেন তার স্ট্যাম্প। ৪৯ রানেই পড়লো ৫ উইকেট। ১০ রান করে আউট হন ইলিয়াস সানি। মোশাররফ রুবেলের বলে কোন রান না করেই ফিরে যান মোহাম্মদ আমির। এ রিপোর্ট লেখার সময় চিটাগাংয়ের রান ১৪.১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৬৫। উইকেটে বিলাওয়াল ভাট্টি এবং আসিফ হাসান।আইএইচএস/পিআর
Advertisement