লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিমের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘ব্ল্যাক’ ছুটছে সাফল্যের পথে। লাভ ম্যারেজ, অগ্নি-২, রোমিও জুলিয়েট, আশিকী ছবির পাশাপাশি চলতি বছরের সেরা ব্যবসা সফল ছবি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে এটি। স্বভাবতই খুশি আর উচ্ছ্বাসে ভাসছেন মিম।‘ব্ল্যাক’ ছিলো মিম অভিনীত প্রথম যৌথ প্রযোজনার ছবি। তার আমেজ এখনও ফিকে হয়ে যায়নি। এর মাঝেই মিম আবারো চুক্তিবদ্ধ হয়েছেন একই প্রযোজক-পরিচালকের আরো একটি নতুন যৌথ প্রযোজনার ছবিতে। তবে বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের প্রযোজনায় নতুন এই ছবিতে থাকছে না ‘ব্ল্যাক’র ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান দাগ ক্রিয়েটিভ। তার পরিবর্তে অন্য কোনো প্রতিষ্ঠান থাকবে বলে জানিয়েছেন মিম।মিম আরো বলেন, ‘আপাতত ব্ল্যাক ছবি প্রচারণায় ব্যস্ত আছি। দেশের বিভিন্ন অঞ্চলেল সিনেমা হলে গিয়ে দর্শকদের সাথে ছবিটি দেখছি। দারুণ সাড়া পেয়েছি। সবাই খুব প্রশংসা করেছেন। ভালো ছবি হলে যে সবাই দেখেন- সেটারও প্রমাণ পেয়েছি। তবে ভালো লাগছে এই ছবির সাফল্যে অনুপ্রাণীত হয়ে লিপু ভাই আবারো একটি নতুন ছবির জন্য প্রস্তাব করেছেন। আমি সত্যি ভিষণ খুশি।’মিম আরো বলেন, ‘নতুন ছবির গল্পটিও বেশ পছন্দ হয়েছে। তবে নায়ক কে থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি। সেইসাথে লিপু ভাইয়ের সাথে ভারতের কে পরিচালনায় থাকবেন, প্রযোজনায় থাকবেন সেটিও নিশ্চিত হয়নি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’ এর আগে ‘ব্ল্যাক’ ছবিতে পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ ও বাংলাদেশের কিবরিয়া লিপু। ২৭ নভেম্বর কলকাতায় মুক্তি পেলেও বাংলাদেশের প্রেক্ষাগৃহে এটি দেখা যায় ৪ ডিসেম্বর থেকে। ছবিটিতে মিমের বিপরীতে নায়ক ছিলেন কলকাতার সোহম।এলএ
Advertisement