ক্যাম্পাস

ডুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ডুয়েটের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন জানান, সোমবার দুই দল ছাত্রের মধ্যে কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এর জন্য কারা দায়ী বিষয়টি তদন্তের জন্য ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নাসিম আক্তারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আগামী ১০ ডিসেম্বর থেকে ডুয়েটে পরীক্ষার নির্ধারিত তারিখ ছিল। কি কারণে এ পরীক্ষা পেছানো হয়েছে এর পেছনে কারা ইন্ধন দিয়েছে সে বিষয়টিও তদন্তের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর খালেদ খলিলকে প্রধান করে অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।উল্লেখ্য, সোমবার বিকেলে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)এ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে সঙ্কটাপন্ন অবস্থায় দু`জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন এবং সোমবার সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্রদের এবং মঙ্গলবার সকাল আটটার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেন।মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর

Advertisement