সিলেট বিভাগে কোনোভাবেই করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমিয়ে আনা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাতজনের সবাই সিলেট জেলার বাসিন্দা।
Advertisement
একই সময়ে এ বিভাগে ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৯ দশমিক ৯ শতাংশ। ওই সময়ে বিভাগের চার জেলার হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিয়ে আরও ৯৯ জন রোগী সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।
২০২০ সালের ২৫ এপ্রিল থেকে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৯৮১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন মোট ২৩ হাজার ৬৭২ জন। মারা গেছেন ৪৭৮ জন।
Advertisement
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ১৯৯ জন করোনা আক্রান্ত রোগীর ১২২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ১১ জন, হবিগঞ্জের ১২ জন ও মৌলভীবাজার জেলার ২৯ জন রয়েছেন।
এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৫ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
ছামির মাহমুদ/এসআর/জিকেএস
Advertisement