ময়মনসিংহে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ১১ ঘণ্টায় ২১৭ মামলায় দুই লক্ষ ৯৯ হাজার ৬১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে, কাউকে কারাদণ্ড দেয়া হয়নি।
Advertisement
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫২ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা শহর ও উপজেলায় মোট ৫২ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২১৭ মামলায় ২ লাখ ৯৯ হাজার ৬১০ টাকা জরিমানা করেন।
তিনি আরও বলেন, সকাল নগরীতে জেলা প্রশাসনের ২২ নির্বাহী কর্মকর্তা এবং উপজেলায় জেলা প্রশাসনের চারজন নির্বাহী কর্মকর্তা, ১৩ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ১৩ সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেন। এছাড়াও মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যা ব ও পুলিশের সদস্যরা।
Advertisement
এদিকে কঠোর বিধিনিষেধের বাস্তব চিত্র দেখতে সকালে শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। এ সময় পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল ইসলাম/এএইচ/জেআইএম