জাতীয়

মৃত্যুর শীর্ষে খুলনা বিভাগ, শনাক্তে রংপুর

করোনাভাইরাসে দেশে আজ রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জনে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যুর পর আজ নতুন মৃত্যুর রেকর্ড হলো। দেশের আট বিভাগের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ৪৬ জনের মৃত্যু হয়।

Advertisement

এ ছাড়া ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫, রাজশাহী বিভাগে ১৯, বরিশাল বিভাগে আট, সিলেট বিভাগে সাত, রংপুর বিভাগে ১০ এবং ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়।

মৃত ১৪৩ জনের মধ্যে পুরুষ ৯০ জন ও নারী ৫৩ জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ২৩ এবং বাসায় ১১ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৫৬৬টি ল্যাবরেটরিতে ৩২ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ ও ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয় ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ।

Advertisement

দেশের আট বিভাগের মধ্যে রংপুর বিভাগে সর্বোচ্চ সংখ্যক ৪০ দশমিক ৭৮ শতাংশ রোগী শনাক্ত হয়। ২৪ ঘণ্টায় এ বিভাগে ১ হাজার ১৪০টি নমুনা পরীক্ষায় ৪৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়। অন্যান্য বিভাগের মধ্যে ঢাকায় ২২ দশমিক ৪৫ শতাংশ, ময়মনসিংহ ২৭ দশমিক ০৭ শতাংশ, চট্টগ্রামে ২৪ দশমিক ৪২ শতাংশ, রাজশাহী ২৪ দশমিক ০৭ শতাংশ, খুলনা ৩৭ দশমিক ৬৩ শতাংশ, বরিশালে ২৮ দশমিক ৪০ শতাংশ এবং সিলেটে ২৯ দশমিক ০৯ শতাংশ রোগী শনাক্ত হয়।

এমইউ/ইএ/জেআইএম