গণমাধ্যম

প্রতি সেকেন্ডে ৬০ বছরে পা দিচ্ছে দুইজন

দেশে প্রতি সেকেন্ডে দুইজন করে মানুষ ৬০ বছরে পা দিচ্ছে। বর্তমান মোট জনসংখ্যার ৮ ভাগ প্রবীণ। ২০৪৬ সালে প্রবীণ সংখ্যা ১৪ বছরের শিশুদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে।মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ে এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। হেল্প এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক।হেলপ এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট অফিসার বেলায়েত হোসেন সিজুর সঞ্চালনায় বারসিকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, আঞ্চলিক সমন্বয় কর্মকর্তা বিমল রায় ও  মিডিয়া অ্যান্ড ক্যাম্পেইন অফিসার শুকুফে ইসলাম বক্তব্য রাখেন।জাতীয় প্রবীণ নীতিমালার লক্ষ্য ও উদ্দেশ্য, বাংলাদেশে প্রবীণদের অবস্থা এবং প্রবীণ ব্যক্তির সামাজিক সুযোগ-সুবিধার বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। প্রবীণ ইস্যু নিয়ে সাংবাদিকদের অরো সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয় কর্মশালা থেকে।মানিকগঞ্জ প্রেসক্লাবের অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২৪ জন সংবাদকর্মী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।বি.এম খোরশেদ/এআরএ/পিআর

Advertisement