ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৭০ জন।
Advertisement
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭০ নমুনা পরীক্ষা করে ১৭০ জন পজিটিভ হয়েছেন। আক্রান্তের হার ৪৫.৯৫ শতাংশ।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুজন করোনা পজিটিভ এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৪৪ জন।
Advertisement
এন কে বি নয়ন/এএইচ/জিকেএস