কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮২ জনে।
Advertisement
বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন মোবারক হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজে ৫৮৩টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৯২ জন। আক্রান্তের হার ৩২ দশমিক ১ শতাংশ।
সিভিল সার্জন মোবারক হোসেন আরও জানান, মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার একজন, চৌদ্দগ্রামের একজন, সদর দক্ষিণের একজন, নাঙ্গলকোটের একজন এবং বরুড়া উপজেলার একজন রয়েছেন।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম