দেশজুড়ে

দর্শনা চেকপোস্ট দিয়ে ফিরলেন আরও ১৪ বাংলাদেশি

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ১৪ বাংলাদেশি। এ নিয়ে গত ৪৫ দিনে ওই চেকপোস্ট দিয়ে মোট এক হাজার ১০৫ জন দেশে ফিরেছেন।

Advertisement

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, ভারতের কোলকাতায় বাংলাদেশ দূতাবাস থেকে নতুন অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে আজ ১৪ বাংলাদেশি চেকপোস্টে আসেন। সেখানে স্বাস্থ্য বিভাগ তাদের র্যা পিড অ্যান্টিজেন টেস্ট করে।তবে তাদের কেউ করোনা পজিটিভ হননি। সেখান থেকে ১০ জনকে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি), একজনকে স্থানীয় হোটেল ভিআইপিতে ও অসুস্থ তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষে ভারত ফেরতদের জেলা প্রশাসনের নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে তাদের রাখা হবে।

সালাউদ্দীন কাজল/এএইচ/জেআইএম

Advertisement