স্বাস্থ্যবিধি না মানায় এবার ভ্রাম্যমাণ আদালতের কবলে স্বাস্থ্যকর্মীরা। রাজধানীর মিরপুরের একটি হাসপাতালের বাসে আসনের অতিরিক্ত যাত্রী নেয়ার সময় ভ্রাম্যমাণ আদালতে ধরা পড়ে। অতিরিক্ত যাত্রী নামিয়ে দিয়ে বাসটিকে ছেড়ে দেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। তবে বাসটিতে স্বাস্থ্যকর্মী বহন করায় তাদের আর্থিক জরিমানা না করে অর্ধেক যাত্রী নামিয়ে দেয়া হয়।
Advertisement
কঠোর বিধিনিষেধ পরিপালনের প্রথম দিন সকাল থেকে মিরপুর দারুস সালাম রোডে চলছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুর দেড়টার দিকে মিরপুরের ওই হাসপাতালের ৩০ সিটের একটি মিনিবাস ৪০ জন নার্স নিয়ে যাচ্ছিল।
পথে দারুস সালাম রোডে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালত বাসটিকে আটক করে চালকসহ যাত্রীদের সতর্ক করেন। আসনের অতিরিক্ত যাত্রীদের নামিয়ে ছেড়ে দেয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতালের আরেকটি মিনিবাসে যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে দেখা যায়।
জানতে চাইলে হাসপাতালের মিনিবাসের চালক মাহবুব বলেন, হাসপাতালে গাড়ির সংকট, তাই সকলকে নিয়ে পৌঁছে দিতে বলা হয়েছে। এ কারণে সিটের অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিলাম।
Advertisement
বাসের ভেতরে থাকা নার্সরা বলেন, আমাদের এক বাসে যেতে বলা হয়েছে। এ কারণে আমরা ডিউটিতে যাচ্ছিলাম। এছাড়া আর কোনো উপায় ছিল না।
জানতে চাইলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, যেখানে স্বাস্থ্যবিধি মেনে দুই আসনে একজনের বসার কথা সেখানে আসনের অতিরিক্ত যাত্রী নেয়া হয়েছে। আমরা বাস থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিয়েছি। আরেকটি বাসকে তাদের নিয়ে যেতে বলা হয়েছে।
তিনি বলেন, যেহেতু তারা জরুরি অবস্থায় সেবাদানকারী সে কারণে প্রথমবারের মতো কোনো ধরনের আর্থিক জরিমানা করা হয়নি। তবে এ ধরনের অন্যায় বারবার ধরা পড়লে তাদের আইনের আওতায় আনা হবে।
এমএইচএম/বিএ/এএসএম
Advertisement