নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জাগো নিউজকে জানান, ‘ওনার শারীরিক অসুস্থতা দেখা দেয়ায় বুধবার (৩০ জুন) নমুনা পরীক্ষা দেন। বৃহস্পতিবার (১ জুলাই) করোনা পজিটিভ আসে।’
পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন দুপুরে জাগো নিউজকে বলেন, করোনা পজিটিভ হলেও সবার দোয়ায় ভালো আছি।
Advertisement
এদিকে নোয়াখালী জেলা পুলিশের পক্ষে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালু করেছেন এসপি মো. আলমগীর হোসেন।
ইকবাল হোসেন মজনু/এএইচ/এমকেএইচ