অর্থনীতি

অব্যাহত দরপতনে পুঁজিবাজার

দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। এর ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতন হয়েছে। এ দিন হ্রাস পেয়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। একইসঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। এ নিয়ে টানা দুই কার্যদিবস দরপতন হলো দেশের পুঁজিবাজারে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯৩ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে।দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি টাকা বা ১২ দশমিক ৭১ শতাংশ কম। সোমবার লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি টাকা।মঙ্গলবার ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২১ পয়েন্ট কমে ৮ হাজার ৫৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ২১ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৪৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট কমে ১৪ হাজার ২৭ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ৯৭০ পয়েন্টে অবস্থান করছে।এদিন সিএসইতে মোট ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮৩টির, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এসআই/আরএস/পিআর

Advertisement