জাতীয়

ঢাকায় অননুমোদিত ভবনের সংখ্যা সাড়ে ৪ হাজার

ঢাকা শহরে রাজউকের অনুমোদন বহির্ভূত এবং অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত প্রায় ৪ হাজার ৫শ`টি ভবন রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ২০১৪ সালের অক্টোবর মাস পর্যন্ত ৬০টি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে। অনুমোদনবিহীন ভবন অপসারণ রাজউকের একটি রুটিন ওয়ার্ক।সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বর্তমানে জরাজীর্ণ পুরানো ঢাকাকে বদলানোর বিষয়ে রাজউক-এর কোন প্রকল্প নেই। তবে রাউজক জরাজীর্ণ ঐতিহ্যবাহী পুরানো ঢাকাকে পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে রাস্তা প্রশস্তকরণ, ঐতিহ্যধারণকারী শাখারী বাজার, তাঁতী বাজার, ঐতিহ্যপূর্ণ এলাকা ও উন্মুক্তস্থান সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে।এছাড়া তিনি আরও জানান, সমন্বিত নগর পরিকল্পনার মাধ্যমে পুরানো ঢাকার ঐতিহ্য সংরক্ষণসহ উন্নত পরিবেশ সৃষ্টি, পর্যটন সুবিধা সম্প্রসারণ ও পুরান ঢাকাবাসীর জন্য উন্নত নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন শহর সৃষ্টির লক্ষ্যে ডিটেইল্ড এরিয়া প্ল্যান এ রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট এবং নতুন রাস্তার বিষয়টি প্রস্তাবনায় রয়েছে। ড্যাপ-এ আরবান রিডেভেলপমেন্ট ও আরবান রিনিওয়াল ও প্রস্তাবনা রয়েছে যা পর্যায়ক্রমে রাজউক কর্তৃক বাস্তবায়ন করা হবে। -বাসস

Advertisement