দেশজুড়ে

‘পলাতক’ আসামির সঙ্গে নোয়াখালী পৌর মেয়রের ছবি ভাইরাল

পুলিশের তালিকায় ‘পলাতক’ আসামি শহীদুল্লাহ রাসেল প্রকাশ ওরফে কেচ্ছা রাসেলের সঙ্গে নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেলের তোলা একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

Advertisement

বুধবার (৩০ জুন) সকালে বসুরহাট পৌরসভার সামনে প্রকাশ্যে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করেন কেচ্ছা রাসেল নিজেই। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।

ছবি তোলার বিষয়ে জানতে চাইলে বুধবার রাতে মেয়র শহীদুল্লাহ খান সোহেল জাগো নিউজকে বলেন, ‘সকালে ঢাকায় আসার পথে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে দেখা করে আসার সময় কয়েকজন মিলে আমার সঙ্গে ছবি তোলে। ছবিটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পরিচিত অনেকে আমাকে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছে। উপস্থিত নেতাকর্মীদের আগ্রহে ছবিটি তুলেছি। তবে সেখানে কে কেচ্ছা রাসেল তা আমি জানতাম না।’

খোঁজ নিয়ে জানা গেছে, কোম্পানীগঞ্জের অন্তত ২০ মামলার পলাতক আসামি কেচ্ছা রাসেলকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। সর্বশেষ ১৩ মে বসুরহাটের করালিয়ায় তার প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করার ভিডিও ভাইরাল হয়। কেচ্ছা রাসেল বসুরহাটের মেয়র কাদের মির্জার ঘনিষ্ঠ অনুসারী হিসেবেও পরিচিত।

Advertisement

স্থানীয় কয়েকজন জানান, বুধবার সকালে বসুরহাট পৌর ভবনের সামনে কেচ্ছা রাসেল প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা গেছে। সেখানে টহলরত পুলিশও তাকে কিছু বলেনি। ছবিটি পুলিশ টহলের পাশেই তোলা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বুধবার রাতে জাগো নিউজকে বলেন, ‘কেচ্ছা রাসেল পুলিশের খাতায় পলাতক আসামি। বসুরহাট পৌরসভার সামনে ডিউটি করা পুলিশরা নতুন হওয়ায় তারা তাকে চিনতে পারেনি।’

ইকবাল হোসেন মজনু/এসজে/এমকেএইচ

Advertisement