ফরিদপুরে করোনা ও উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে পাঁচজন মারা গেছেন।
Advertisement
বুধবার (৩০ জুন) সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জাহানারা বেগম (৬০), দেলোয়ার হোসেন (৭০) করোনায় আক্রান্ত হয়ে ও শিরিন আক্তার (৩৭), শুকুরন নেছা (৭০), নাসরিন (৪২), আব্দুল মোতালেব (৭৫) এবং জাহাঙ্গীর হোসেন (৬২) উপসর্গ নিয়ে মারা গেছেন।
জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭০ জনের নমুনা পরীক্ষায় ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৮ শতাংশ।
Advertisement
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৩৪ জন।সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৭ জন। মারা গেছেন ২২৯ জন।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম