জাতীয়

জলাবদ্ধ রাস্তার ড্রেনে অটোরিকশা পড়ে নিহত দুই

রাস্তায় জলাবদ্ধতার কারণে পাশের ড্রেন শনাক্ত করতে পারেননি সিএনজিচালিত অটোরিকশার চালক। আর তাতেই অটোরিকশা পড়ে যায় ড্রেনে। পানির স্রোতে গাড়িটি চলে যায় প্রায় এক কিলোমিটারের মতো। এতে নিহত হন অটোরিকশাচালক মো. সুলতান ও যাত্রী খাদিজা বেগম (৬৫)।

Advertisement

বুধবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকার রাস্তার পাশের ড্রেনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, পাঁচলাইশ থানা এলাকা থেকে দুপুরে সড়কের পাশে ড্রেনে পড়ে আহত হওয়া এক অটোরিকশা চালক ও নারী যাত্রীকে হাসপাতালে আনে স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

মিজানুর রহমান/বিএ/এএসএম