জাতীয়

লকডাউনে টিকা কার্যক্রম চলবে

করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুরোধে আগামীকাল (১ জুলাই) থেকে সাতদিনের কঠোর লকডাউন শুরু হচ্ছে। একইদিন থেকে রাজধানীসহ সারাদেশে চীনের সিনোফার্ম ও রাজধানী ঢাকার সাতটি হাসপাতালে যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকাদান কার্যক্রমও শুরু হবে।

Advertisement

এই কঠোর লকডাউনের সময়ও টিকাদান কেন্দ্র খোলা থাকবে। করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শামসুল হক বুধবার (৩০ জুন) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে এ কথা জানান।

তিনি বলেন, ‘যারা টিকা নিতে আসবেন তারা রেজিস্ট্রেশন কার্ডটি সঙ্গে করে নিয়ে আসবেন। পথে এটি দেখালেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কিছু করবে না।’

তিনি আরও বলেন, ‘যারা টিকার জন্য আগে রেজিস্ট্রেশন করে আজ বা আগামী ২/৩ দিনের মধ্যে টিকা নিতে যাওয়ার মেসেজ পেয়েছেন তারা অবশ্যই মেসেজটি সঙ্গে নিয়ে যাবেন।’

Advertisement

এমইউ/এমআরআর/এএসএম