জাতীয়

শুক্রবার রেলমন্ত্রীর বৌভাত

জাতীয় সংসদ ভবনের ২ নম্বর এলইডি মিলনায়তে সদ্যবিবাহিত রেলমন্ত্রী মুজিবুল হক ও হনুফা আক্তার রিক্তার বৌভাত অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় সেখানে নবদম্পতিকে বিবাহোত্তর সংবর্ধনা দেওয়া হবে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ জাতীয় সংসদের স্পিকার ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে মন্ত্রী-এমপিসহ সাড়ে ৩ হাজার অতিথি অংশ নেবেন।রেলমন্ত্রীর বৌভাত উপলক্ষে জাতীয় সংসদ ভবনের এলইডি হল নান্দনিকভাবে সাজানো হয়েছে। ফ্যাশন ডিজাইনারের সহযোগিতায় বর-কনের বৌভাতের পোশাক কেনা হয়েছে। বৌভাত অনুষ্ঠান উপলক্ষে কনেকে সাজাবেন পার্সোনার বিউটিশিয়ানরা। তাদের ব্যবস্থাপনায় সাজসজ্জার সব সামগ্রী কেনা হয়েছে।এছাড়া বৌ-ভাত অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। রেলমন্ত্রী মুজিবুল হক বৃহস্পতিবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।গত ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনায় কনের বাড়িতে রেলমন্ত্রীর বিয়ে অনুষ্ঠিত হয়। এর ২ দিন আগে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বর-কনে গায়ে হলুদ মাখেন। ৬৭ বছর বয়সে রেলমন্ত্রীর বিয়ে ঘিরে সারাদেশে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। এর রোমাঞ্চকর জবাবও দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

Advertisement