নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় একইসময় নতুন করে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
বুধবার (৩০ জুন) নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন, নাটোর শহরের সাকুর আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৬), বড়াইগ্রামের বনপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে আনছের আলী (৫০), দত্তপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে আক্কাস আলী (৪২) ও পাটুল হাপানিয়ার জহুরুল ইসলামের স্ত্রী মালেকা (৫৭)।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৯ শতাংশ।
Advertisement
এদিকে এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৯ জন। আর জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নাটোরের আটটি পৌর এলাকায় চলমান লকডাউন মঙ্গলবার শেষ হয়েছে। তবে সরকার ঘোষিত দেশব্যাপী সীমিত লকডাউনে নাটোরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি পুলিশ ব্যারিকেড দিয়ে মানুষ ও যান চলাচল নিয়ন্ত্রণ করছে। এদিকে বন্ধ রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া সব দোকান।
রেজাউল করিম রেজা/এসএমএম/এমকেএইচ
Advertisement