জাতীয়

বিদেশগামী কর্মীদের টিকা সমস্যার সমাধান শিগগিরই

বিদেশগামী কর্মীদের টিকার নিবন্ধন বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠক করেছেন।

Advertisement

বৈঠকে তারা বিদেশ গমনেচ্ছু কর্মীদের টিকাদানের জন্য দ্রুততম সময়ে এবং সহজ প্রক্রিয়ায় নিবন্ধনের ব্যাপারে আলোচনা করেন।

বৈঠকে তারা বলেন, বিদেশ গমনেচ্ছু কর্মীদের টিকা প্রদানের বিষয়ে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। শিগগিরই বিদেশগামী কর্মীদের টিকা সংক্রান্ত সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, তথ্য ও যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক এবিএম আরশাদ হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব প্রমুখ।

Advertisement

এমইউ/এমএইচআর/এমএস