সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও বেলা পৌনে ১১টায় তা পতনে রুপ নিয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে।সকাল সাড়ে ১১টা পর্যন্ত কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৪ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১১১কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।অন্যদিকে একই সময়ে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে ৮ হাজার ৫২২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির,কমেছে ৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে২৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণেলেনদেন হয়েছে ৯ কোটি টাকার।এসআই/এআরএস/এমএস
Advertisement