দেশজুড়ে

ফরিদপুরে আরও ১০ জনের মৃত্যু

ফরিদপুরে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুই এবং উপসর্গ নিয়ে আটজন রয়েছেন।

Advertisement

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২৭৯ জনের পরীক্ষা করে ১১৬ জন করোনা পজিটিভ হয়েছেন।

জানা গেছে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য ১৬০টি সিট থাকলেও ভর্তি রয়েছেন ১৮৩ করোনা রোগী।

ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, গত এক সপ্তাহের মধ্যে শুধুমাত্র সোমবার (২৮ জুন) একদিনে শনাক্তের হার কিছুটা কম ছিল। তবে মঙ্গলবার (২৯ জুন) শনাক্তের সূচক আবার বেড়েছে।

Advertisement

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনায় শনাক্ত ও মৃত্যু কমাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে মানুষকে ঘরে রাখাসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যা যা করার দরকার সব চেষ্টা করা হচ্ছে। ১ জুলাই থেকে আরও কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে এবং তা মানতে বাধ্য করা হবে।

এন কে বি নয়ন/এএইচ/এএসএম