গত ২৪ ঘণ্টায় চাঁপাইবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, জেলায় ৫৮১ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন, র্যাব অ্যান্টিজেন টেস্টে ৪৪০ জনের নমুনা পরীক্ষায় ৪০ জন ও জিন টেস্টে চারটি নমুনা পরীক্ষায় তিন জন করোনা পজিটিভ হন। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে চিকিৎসা শুরু হয়েছে।
সিভিল সার্জন বলেন, মৃত পাঁচজনের সবাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
জেলায় এখন পর্যন্ত চার হাজার ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৮৮৩ জন। মারা গেছে ১৪৩ জন।
Advertisement
সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস