চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মৃত মিরাজুল ইসলামের ছেলে আকবর আলী (৪৪), একই উপজেলার মাদরাসা পাড়ার আজাহার আলীর স্ত্রী ফাতেমা খাতুন (৫৫), আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের শওকত মণ্ডলের ছেলে ফকির মোহাম্মদ (৮০) ও জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মহিউদ্দিনের স্ত্রী রিজিয়া খাতুন (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
অন্যদিকে সর্দি-কাশি ও জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে হায়দার আলী (৭২), একই উপজেলার প্রাগপুর গ্রামের মৃত মোহাম্মদ গাইনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন (৬৭), আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত ভোলা মণ্ডলের ছেলে আরজেত আলী (৬৫), পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মীর মিন্টুর স্ত্রী নাসরিন নাহার (৪০), জীবননগর পৌর এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী বিউটি খাতুন (৩৯), একই এলাকার দৌলাতদিয়াড় পাড়ার শফি উদ্দিনের ছেলে টিটু (৪০) ও দামুড়হুদা দশমী পাড়ার মকবুল হোসেনের ছেলে মনির হোসেন (৪০) মারা যান।
Advertisement
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার নতুন করে ৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৩৮ জন, দামুড়হুদায় ১৩ জন, আলমডাঙ্গায় ১৩ জন ও জীবননগরে ৩৫ জন আক্রান্ত হয়েছেন।
জেলায় এখন পর্যন্ত তিন হাজার ২৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ১৭৩ জন। অন্যদিকে মারা গেছেন ১০০ জন।
সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস
Advertisement